এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো'র অফিসে তালা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:০৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:০৯ পিএম

    ৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো'র অফিসে তালা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:০৯ পিএম

    ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো'র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার ছাত্র জনতা।

    শনিবার (২৪ মে) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ শেষে দুপুরে ব্যাপারী বাজার সংলগ্ন ইন্ট্রাকো'র অফিসে এ তালা ঝুলিয়ে দেয়া হয়।

    এর আগে, ভোলার গণমানুষের দাবী আদায়ের লক্ষ্যে 'আমরা ভোলাবাসী' নামের একটি সংগঠন করা হয়। গেল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আজ শনিবার ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও ইন্ট্রাকো-সুন্দরবন অভিমুখে পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

    সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ পাওয়া ভোলার মানুষের মৌলিক অধিকার। ভোলার মানুষের মৌলিক অধিকার হনন করে ইন্ট্রাকো'র মাধ্যমে ভোলার গ্যাস অন্যত্রে নিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ ভোলার মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। ভোলার মানুষের ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোন গ্যাস অন্য কোথায়ও হস্তান্তর করতে দেওয়া হবে না।

    আমরা ভোলাবাসী সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাইসুল আলম বলেন, ভোলার গণমানুষের দাবী আদায়ে আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ইন্ট্রাকো'র অফিসে তালা মারা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত ভোলার গ্যাস অন্য কেথায়ও নিতে দেওয়া হবে না। ইন্ট্রাকো যদি ভোলার মানুষের এই দাবী না মেনে গ্যাস অন্যত্রে পাচার করার চেষ্টা করে, তাহলে এর দায়ভার ইন্ট্রাকো কোম্পানিকেই নিতে হবে।

    সংগঠনটির সদস্য রাহিম ইসলাম বলেন, আমাদের মৌলিক দাবী আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। এটা রাষ্ট্রের জন্যও লজ্জাজনক। কারণ, রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। রাজপথে থেকে দাবী আদায় করে তবেই বাড়ি ফিরব।

    তিনি আরো বলেন, কিছুদিন আগে সারজিস আলম তদবির করে চীনের দেওয়া ১ হাজার শয্যার একটি হাসপাতাল তার রংপুরে নিয়েছে। অথচ এই সারজিস আলম গেল ১০ জানুয়ারি ভোলায় এসে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু, দুঃখের বিষয় সারজিস আলম তার কথার মূল্য রাখেননি এবং চেষ্টাও করেননি।

    এদিকে, সকাল থেকেই অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে পুলিশ, কোস্টগার্ড, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব-৮) আইনপ্রয়োগকারী কয়েকটি সংস্থা ইন্ট্রাকো'র অফিসের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

    উল্লেখ্য, ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, সরকারি মেডিক্যাল কলেজ, ভোলা-বরিশাল সেতু, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন, স্থায়ীভাবে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবী নিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে ভোলার ছাত্র জনতা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…