এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৮:১৩ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

    বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৮:১৩ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ এখনো কোনো হাটে তোলা হয়নি তাকে। বিশাল দেহ, চকচকে কালো রঙ, শান্ত স্বভাব আর সুঠাম গড়নে এই ষাঁড় যেন হাটের রাজা হয়ে উঠেছে বাজারে না এসেই। দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা।

    উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামনি এলাকার খামারি আবু শাহ আলম নিজ খামারে সন্তানের মতো করে লালন-পালন করেছেন এই পাকিস্তানি শাহিওয়াল জাতের ষাঁড়টিকে। খামারটি ঘিরেই যেন এখন ছোটখাটো ঈদমেলা।

    খামারে গিয়েই দেখা গেল, কালো মানিককে ঘিরে স্থানীয়দের উৎসাহের কমতি নেই। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। অনেকেই খামার ঘুরে শুধু কালো মানিক দেখতে এসেছেন বলে জানান। খামারেই আছে আরও ২৫টি ষাঁড়। সবই দেশি জাতের। তবে কালো মানিক যেন আলাদা করে আলো কাড়ছে সবার।

    খামারি আবু শাহ আলম বলেন, প্রাকৃতিক খাবারে বড় করেছি। কোনো হরমোন বা ইনজেকশন নেই। দিনে তিনবার খাবার দেই। নিজের সন্তানের মতো যত্ন নেই। তিনি বলেন, কালো মানিকের বর্তমান ওজন প্রায় ১৭ মণ। দৈর্ঘ্য ৬ হাত, উচ্চতা ৪ হাত। প্রতিদিনই মানুষ আসে কালো মানিককে দেখতে। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সাতকানিয়ায় এ বছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪৫ হাজার ৩৭১টি, অথচ বিক্রির উপযোগী প্রস্তুত পশু আছে ৪৭ হাজার ১২৪টি। অর্থাৎ চাহিদার চেয়েও সরবরাহ বেশি। তবু বাজারে বেচাকেনা জমে ওঠেনি। উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে, পশু আছে, বিক্রেতা আছে, ক্রেতাও আসছেন—তবে বেশিরভাগই যাচাই-বাছাই করে চলে যাচ্ছেন। দাম বেশি, আবার বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। ফলে অনেকেই শেষ সময়ের অপেক্ষায়।

    সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে পশুর হাট ও খামারে নজরদারির জন্য ৫টি দল গঠন করা হয়েছে। তারা পশুর স্বাস্থ্যের সার্টিফিকেট, ভ্যাকসিন নিশ্চিত করা ও হরমোন ইনজেকশন ব্যবহার রোধে কাজ করছেন।

    তিনি আরও বলেন, এ বছর খামারিরা অনেক সচেতন। বেশিরভাগ গরু প্রাকৃতিক উপায়ে লালন করা হয়েছে। তবে হাটে গতি আসবে মূলত ঈদের ২-৩ দিন আগে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…