রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী বাদল মিয়া জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী—আরাফাত ও শরীফ—কে আটক করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং আদালত চারজনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে চার আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।
আরডি