বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে। নিহত রিফাত পশ্চিম সোনাখালী গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিল। শনিবার পরিবারের অজান্তে মাছ ধরতে গিয়ে খালে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আরিফ বলেন, 'পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এসআর