এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

    বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

    বরিশাল নগরীর গ্যাসটাবাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী সহ পুলিশের হাতে আটক হন। পরে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার থানায় আসেন এবং সমোঝতার মাধ্যমে তরুণীকে বিয়ে করা থানা থেকে মুক্তি পান মেহেদী। পরে বিয়ের আশ্বাসে পরে চুক্তিনামায় স্বাক্ষর করে থানা থেকে মুক্তি মেলে।

    থানা সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজার সংলগ্ন একটি বাসা থেকে এক তরুনী সহ মেহেদী হাসানকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। তারপর ১১ জন দুপুরে আটকৃত মেহেদীকে মেহেন্দীগঞ্জ থানা যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়ে-ছেলে উভয় পক্ষ নিয়ে থানা এসে বিষয়টি বিয়ে করার সমোঝতা হয়। পরে ৩শ’ টাকার অঙ্গিকারনামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুরীকে বিয়ে করার পর মেহেদীকে ছেড়ে দেন থানা পুলিশ।

    বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই হুমায়ন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাংগালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও একই উপজেলার তরুণী ফাতেমা আক্তারকে বরিশাল নগরীর দপদপিয়ার গ্যাসটাবাইন বাজারের পাশে ফাতেমা নামে তরুণীর ভাড়া বাসা থেকে তাদেরকে হাতেনাতে ধরে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

    এস আই আরো বলেন, ৫ মাস পূর্বে মেহেদীর সাথে ফাতেমা নামে তরুণীর পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সর্ম্পক। তাই মেহেদী বরিশালে আসেন ফাতেমার সাথে দেখা করতে। মেহেদীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠা তরুণী বরিশাল গ্যাসটাবাইন এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মা লিমিটেড এর ওষুধ তৈরি কারখানায় চাকুরি করেন।

    বুধবার (১১) দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসেন। সেখানে বিএনপির ও ছাত্রদলের লোক ছিলো। থানায় বসে উভয় পক্ষের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের সিদান্ত হলের ৩শ’ টাকা স্টাম্পে স্বাক্ষরের মাধ্যমে স্বাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত কম্পাউন্ডে এক এ্যাডভোকেটের চেম্বারে বসে বিবাহ শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে ছেড়ে দেয় পুলিশ।

    বরিশাল কোতয়ালী মডেল থানার অফির্সার ইনর্চাজ মিজানুর রহমান বলেন, এক যুবক ও তরুণীকে স্থানীয়রা ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এবং ছেলে মেয়ে পূর্ব পরিচিত থাকায় তারা বিয়ে করবে বলে জানালে উভয় পক্ষের কাছ থেকে লিখিত রাখা হয়। পরে উভয় পক্ষের পরিবারের লোকজন বিয়ের কাজ সর্ম্পূণ করে আসার পরে মেহেদীকে ছেড়ে দেওয়া হয়।

    বিষয়টি জানতে মেহেন্দীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি শাহাদৎ সোহাগ ও অভিযুক্ত জাংগালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসান এর মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও তারা রিসিভ করেনি।

    এদিকে মেহেদী হাসান তরুণী সহ আটকের ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

    এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…