লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬জুন) বিকালে মোল্লার হাট বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন হয়।
এতে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের রায়পুর উপজেলা আহবায়ক রফিক উজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর বংশী ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার ফয়সাল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মহিউদ্দিন সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য মোঃ পারভেজ হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শেখ মাসুদ পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হাসান পলাশ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এনআই