এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৩৯ পিএম

    হার্ড রকে হতাশ রিয়াল, পেনাল্টি মিসে জয়ের সুযোগ হাতছাড়া

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। যদিও শেষ মুহূর্তে ভালভার্দে পেনাল্টি মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারতো।

    বৃহস্পতিবার (১৮ জুন) রিয়ালের ডাগ আউটে অভিষেক হয় জাভি আলোনসোর। তবে তার অভিষেক সুখকর হয়নি। এদিন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই দল সাজাতে হয় আলোনসোকে। আর এমবাপ্পে বিহীন ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।

    ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সৌদি ক্লাব আল-হিলাল। রিয়ালের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম ১০ মিনিটের মধ্যেই ৫টি শট নেয় তারা। ১৯তম মিনিটে আল-হিলালের সালেম আল-দাওসারির ভলি থেকে ফিরতি বলে মারকোস লিওনার্দোর শট অল্পের জন্য বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর রেনান লোডির গোল অফসাইডের কারণে বাতিল হয়।

    তবে রিয়ালকে বেশিক্ষণ খোলস বন্দী রাখতে পারেনি আল-হিলালের ডিফেন্ডাররা। ম্যাচের প্রথম গোলটি এসেছে স্প্যানিশ জায়ান্টদের পক্ষেই। প্রথমার্ধের ৩৪তম মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল।

    অবশ্য এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষদিকে রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও বক্সে আল-হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে ফেলে দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে পর্তুগিজ তারকা রুবেন নেভেস গোল করেন।

    বিরতির পর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্য সহায় হয়নি আলোনসোর শিষ্যদের। ম্যাচের ৮৭তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় রিয়াল। তবে ভালভার্দের স্পট কিক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

    ড্রয়ের পর রিয়াল কোচ আলোনসো বলেছেন, ‘কিছু জিনিস আমাদের বদলাতে হবে। সেগুলো ঠিক করতেই হবে এবং আমরা সেই চেষ্টা করে যাব। সবকিছুর জন্য সময় দরকার। আমাদের হাতে ছিল মাত্র ৯ দিন, কিছু খেলোয়াড় তো মাত্র তিনবার অনুশীলন করতে পেরেছে।’

    এদিকে ড্র নিয়ে সন্তুষ্ট আল-হিলালের নতুন কোচ ইনজাগি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার দলের জন্য এটা ছিল দারুণ একটি ম্যাচ। তারা খুব ভালো খেলেছে। আমরা দল হিসেবে খেলেছি। সবাই মিলে একসঙ্গে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়েছি। এই দলকে আমি বিশ্বের সেরা তিনটি দলের একটি বলে মনে করি। আমি খুবই সন্তুষ্ট।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…