এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

    বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

    এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

    জানা যায়, দেশটির গুজরাট রাজ্যে ‘অবৈধভাবে বসবাসকারী’ হিসেবে এসব সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশের দিকে ফেরত পাঠাবে।

    এর আগে, গত দুই মাস ধরে গুজরাট পুলিশ এই বিদেশি নাগরিকদের শনাক্তকরণে অভিযান চালিয়ে আসছিল। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার (৪ জুলাই) ২০০-এরও বেশি ব্যক্তিকে বিশেষ বিমানে ভাদোদরা এয়ারফোর্স বেস থেকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়।

    গুজরাট পুলিশের কর্মকর্তারা জানান, বিদেশি নাগরিক নিবন্ধন সংস্থাগুলোর (এফআরআরও) সহযোগিতায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও কিছু অনথিভুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার অবৈধ বিদেশিদের শনাক্ত ও বহিষ্কারের নির্দেশ দেয়।

    এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'তাদের সীমান্তবর্তী রাজ্যগুলোতে নামিয়ে দেয়া হবে, যেখান থেকে বিএসএফ তাদের নিয়মানুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাবে।'

    তিনি আরও জানান, গুজরাটে তাদের সাময়িক হেফাজতে রাখার সময় থেকেই বহিষ্কারের প্রস্তুতি চলছিল। এবার সেই প্রক্রিয়ার প্রথম দফা বাস্তবায়ন হলো।

    এই সব বাংলাদেশি নাগরিকদের গুজরাট এটিএস-এর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভাদোদরা বিমানঘাঁটিতে আনা হয় এবং সেখান থেকে আইএএফ-এর এয়ারবাস-এ৩২১ মডেলের একটি বিশেষ ফ্লাইটে সীমান্তবর্তী রাজ্যগুলোর উদ্দেশে যাত্রা করে।

    ভারতে বসবাসরত অবৈধ বিদেশিদের বহিষ্কারের পদক্ষেপ হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে। এই ধরনের অভিযানে ভবিষ্যতে আরও গতি আনার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…