নেত্রকোনার কলমাকান্দায় ২৪ ঘন্টার ব্যবধানে পুকুর ও ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোঁড়াগাও গ্রামে দুই বছর বয়সী শিশু রাব্বি মিয়া ও রবিবার বিকালে পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে দেড় বছর বয়সী জাভেদ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে রাব্বি মিয়া বাড়ির পাশে পুকুরে নেমে যায়। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি পরে এক পর্যায়ে পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে উঠলে উদ্ধার করে। শিশুটি ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।
এদিকে রবিবার বিকালে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পর বাড়ির লোকজন শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।
পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি ওই গ্রামের সাগর মিয়ার ছেলে জাভেদ মিয়া
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ মূলত পরিবারের অসচেতনতা। প্রায়শই এই এলাকায় শিশু মৃত্যুর খবর পাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আল মামুন জানান, এই দুটি মৃত্যু ছাড়াও গত দু মাসে চারজন শিশুর মৃত্যু হয়েছে।
এআই