এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

    একই স্কুল, এক ফলাফল: জিপিএ-৫ পেয়ে আলোচনায় জমজ ভাই

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

    এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তারা দুইজনই নাটোরের সিংড়া পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।

    এসএসসি পরীক্ষায় রিয়াদ জিপিএ ১২৫৯ নম্বর পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ গোল্ডেন এ প্লাস সহ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন। তারা নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর বাজারের ফার্মেসী ব্যবসায়ী রাজু আহমেদ ও গৃহিনী নাজনীন আক্তারের ছেলে।

    এর আগে জমজ দুই ভাই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। রিয়াদ ও রিশাদ ২০২৫ সালে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।

    বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ ও ১৮ জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠান জুড়েও আনন্দের ছোঁয়া লেগেছে।

    দুই ভাইয়ের সাফল্যে শুধু স্কুল নয়, উৎসবে মেতে উঠেছে পুরো পরিবার। খুশির মুহূর্তে বাবা ও দাদা নিজ হাতে তাদের মিষ্টি খাইয়ে দিয়েছেন রিয়াদ ও রিশাদকে। জমজ দুই ছেলেকে একসঙ্গে জিপিএ-৫ পেতে দেখে আবেগে আপ্লুত পরিবারের সদস্যরা।

    জমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্বে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। 'আমাদের লক্ষ্য ছিল ভালো ফল করা। নিয়মিত পড়াশোনা আর শিক্ষকদের সহযোগিতায় আমরা সফল হয়েছি। আমরা প্রতিদিন একসঙ্গে পড়তাম, একে অপরকে সাহায্য করতাম। বাবা-মায়ের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না।'

    রিয়াদ ও রিশাদের পিতা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। দুই ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

    সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…