এইমাত্র
  • ৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত
  • নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান
  • যে কারণে ঝুলে গেল পে স্কেল
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ
  • সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা
  • বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
  • দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি
  • নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • আজ মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

    সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
    সংগৃহীত ছবি

    সিঙ্গাপুরে ছুটিতে বেড়াতে গিয়ে ২ যৌনকর্মীকে হোটেল কক্ষে মারধর ও লুটের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে ৫ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১২ দফা বেত্রাঘাতের (ক্যানিং) সাজা দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

    দোষী দুই ব্যক্তি হলেন আরক্কিয়াসামি ডাইসন (২৩) ও রাজেন্দ্রন ময়িলারাসান (২৭)। তারা আঘাত করে ডাকাতি করার অভিযোগের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

    আদালতে জানানো হয়, দুজন ২৪ এপ্রিল ভারতে থেকে সিঙ্গাপুরে বেড়াতে আসেন। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের যৌনকর্মী ভাড়া করার প্রস্তাব দেন এবং দুই নারীর যোগাযোগ নম্বর দেন।

    এরপর আরক্কিয়া রাজেন্দ্রনকে জানান, তাদের টাকার প্রয়োজন এবং ওই নারীদের ডেকে এনে লুট করা যেতে পারে। রাজেন্দ্রন এতে সম্মত হন। সেদিন সন্ধ্যা ৬টার দিকে তারা প্রথম নারীর সঙ্গে এক হোটেল কক্ষে দেখা করেন।

    কক্ষে ঢুকে তারা ওই নারীকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে চড় মারেন এবং তার গয়না, ২ হাজার নগদ সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেন।

    রাত ১১টার দিকে তারা দ্বিতীয় নারীকে আরেক হোটেলে ডাকেন। সেখানে পৌঁছালে তারা তাকে জোর করে টেনে নিয়ে যান এবং রাজেন্দ্রন তার মুখ চেপে ধরেন যাতে চিৎকার না করতে পারেন। তারা ওই নারীর কাছ থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন এবং হুমকি দেন কক্ষ থেকে না বেরোতে।

    পরদিন দ্বিতীয় নারী বিষয়টি এক পরিচিত ব্যক্তিকে বলেন, যিনি পুলিশকে খবর দেন। পরে তদন্তে দুই ভারতীয়ের অপরাধ প্রমাণিত হয়।

    আদালতে তারা নিজেদের আইনজীবী ছাড়াই বিচারকের কাছে দয়া ও শাস্তি লঘু করার আবেদন জানান।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…