পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) ওরফে ডাকাত কামালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চরকাজল থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ১০ হাজার তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলী মোহনা এলাকায় ট্রলারটি পৌঁছালে সাত-আটজন সশস্ত্র ডাকাতদল একটি দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজভর্তি ট্রলারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। ওই সময় ডাকাতেরা ট্রলার চালকসহ ট্রলারে থাকা তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে তরমুজ বোঝাই ট্রলার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, পুলিশের তদন্তের পাশাপাশি র্যাবের ছায়া তদন্তে উঠে আসা তথ্য নিশ্চিত করে মারধর ও ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
ঘটনার সত্যতা স্বীকার করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।
এসআর