এইমাত্র
  • প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯২, সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুশফিক
  • জুলাই গণহত্যা: জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ফুলবাড়ীতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
  • গাজীপুরে কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • মুশফিককে ‘হাই কোয়ালিটি প্লেয়ার’ বললেন পন্টিং
  • মুন্সিগঞ্জে দুটি বেকারিকে জরিমানা
  • ফুলবাড়ীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও জনসভা
  • বাংলাদেশের কাছে হারের পর যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • শততম টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক
  • দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
  • আজ বুধবার, ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

    সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

    ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন করা হয়েছে। এখন দোকানটির নতুন নাম দেওয়া হয়েছে 'ভাই ভাই খিচুড়ি ঘর এন্ড বিরিয়ানি হাউজ'।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর বাজারের থানা রোডের সিটি ব্যাংকের বিপরীত পাশে পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ব্যবহার করে গড়ে ওঠা সেই দোকানের প্রবেশের শুরুতেই থাকা প্রধান সাইনবোর্ডের নাম পরিবর্তন করা হয়েছে। সাইনবোর্ডে পূর্বের হাজীর বিরিয়ানি হাউজের স্থলে নতুন নাম দেওয়া হয়েছে 'ভাই ভাই খিচুড়ি ঘর এন্ড বিরিয়ানি হাউজ'। এছাড়া দোকানের ভিতরে থাকা পুরান ঢাকার নান্না কাচ্চি ঘর নামের সাইনবোর্ডটিও এখন অপসারণ করা হয়েছে।

    গত ৬ অক্টোবর জনপ্রিয় সংবাদমাধ্যম সময়ের কন্ঠস্বরে 'পুরান ঢাকার 'হাজী', 'নান্না' বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসে।

    সংবাদ প্রকাশের পর গত বুধবার (৮ অক্টোবর) বিকালে সেই বিরিয়ানি হাউজে অভিযান চালায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এসময় ভূয়া বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার সত্যতা মেলায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই বিরিয়ানি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে ভূয়া হাজী এবং নান্না বিজ্ঞাপনের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন তিনি।

    দোকানটির ম্যানেজার আব্দুর রহমান জানান, 'ইউএনও মহোদয় দোকানের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তাই দোকানের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে।'

    আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, 'পুরান ঢাকার হাজী কিংবা নান্না বিরিয়ানির সাথে তাদের কী সম্পর্ক অথবা শাখা কিনা এ ব্যাপারে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই ভূয়া বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ওই বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভূয়া হাজী এবং নান্না বিজ্ঞাপনের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…