এইমাত্র
  • থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
  • প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা
  • চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া
  • পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
  • বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর জেলা বিএনপি নেতা ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকদের ওপর বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একাধিক অফিস ভাঙচুর ও ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

    রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাখালিয়া চালা, মৌচাক ও পৌর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈরের সাবেক মেয়র মো. মজিবুর রহমান। গত ৪ ডিসেম্বর দল মো. মজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয় মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা।

    রোববার বিকেলে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয়। বেলা সাড়ে ৩টার দিকে তারা মৌচাক ইউনিয়নের আম বাগান ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হলে মুজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে মোটরসাইকল যোগে এসে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মৌচাক ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাদের ওপর হামলা করে বেধড়ক পিটিয়ে আহত করে।

    হামলায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিমুউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকান্দর আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং মৌচাক বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হাজী হারুনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর ও ৮টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

    মনোনয়ন বঞ্চিত চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে সমর্থকদের বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।

    অভিযোগ অস্বীকার করে মুজিবুর রহমান জানান, তার কর্মীরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করে দুষ্কৃতিকারীরা তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

    কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শামিম জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…