বান্দরবানে খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুইটি গ্যাস গ্রেনেড পেল শিশুরা।পরে তা পুলিশে নিকট হস্তান্তর করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এই গ্রেনেড গুলো পাওয়া যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে তনিম,তানভিরসহ এলাকার কয়েকজন শিশু ঝিরির পাশে খেলতে যায়। সেখানে ঝিরির পাশে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়।কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার দুইটি বস্তু পেয়ে নিয়ে আসে তারা। পরে স্থানীয়দের মুখে এগুলো বোমা শুনে বাস স্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে হস্থান্তর করে তারা ।
তনিম,তানভি বলেন, খেলতে গিয়ে ড্রেইনের উপরে পলিথিনে মোড়ানো কিছুএকটা দেখে কৌতুহল জাগে তাদের।পলিথন খুলে সেখানে দুইটি বোমা পেলে তা পুলিশকে দিয়ে দেয়।
বান্দরবান পুলিশ সুপার মো.আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড গূলো মুলত মব ছত্রভঙ্গ করতে ব্যাবহার করে পুলিশ।৫ আগষ্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি ফলে স্পষ্ট বুঝা যায় এগুলো বান্দরবান পুলিশের নয়।এগুলো অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে।এছাড়া এনিয়ে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে জানান তিনি।
এফএস