কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন তার সহপাঠীরা। শনিবার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিপন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন, প্রাক্তণ শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা।
সহপাঠীদের উপহার হাতে পেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু ব্যক্তি হিসেবে তার স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে তিনি কোনো আপস করবেন না। তিনি বলেন, ‘দিনশেষে আমি যে রাজনীতিই করি না কেন, সবাই হয়তো একমত হবেন না। তবে স্বচ্ছতা ও স্পষ্টতার প্রশ্নে আপনারা আমাকে সবসময় পরিষ্কার অবস্থানে পাবেন।’
দেবিদ্বারের মাটিতে বেড়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এনসিপির এনসিপির এই নেতা জানান, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রতিটি সমস্যা সম্পর্কে তিনি অবগত। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করে হাসনাত বলেন, দেবিদ্বারকে দেওয়ার মতো তার অনেক কিছু আছে, তবে সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সামাজিক ঐক্যের প্রয়োজন।
এফএস