এইমাত্র
  • জ্বালানি তেলের দাম কমাল সরকার
  • সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত: শিবির সভাপতি
  • এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে
  • পাকিস্তানে দফায় দফায় হামলা, ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৯৮
  • গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ৬ শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি
  • ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদিকে ৭৩০ ‘প্রতিরোধ ক্ষেপণাস্ত্র’ দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক
  • নির্বাচিত হলে তাহেরকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
  • ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী
  • যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুখোমুখি মিনেসোটা
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

    ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

    ভোটের দিন কোনো ধরণের জালিয়াতি বা ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। ভোট দেওয়া শেষ হলেই দায়িত্ব শেষ হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।

    ১৫ বছর ধরে যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সেই দুঃশাসনের চিরস্থায়ী অবসান ঘটাতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে রাজপথে ও ভোটকেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধুমাত্র একটি নির্বাচনের দিন নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের ভাগ্য ও অধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত দিন। 

    জনসভায় তারেক রহমান টাঙ্গাইলের স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একগুচ্ছ স্বপ্নদর্শী উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি বলেন, টাঙ্গাইল শাড়ি আমাদের জাতীয় অহংকার। গার্মেন্টস পণ্যের মতো এই শাড়ি যাতে বিশ্ববাজারে সরাসরি রফতানি করা যায়, বিএনপি সেই কার্যকর উদ্যোগ নেবে।

    এছাড়া টাঙ্গাইলকে একটি পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা এবং এ অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও আনারস চাষিদের জন্য বিশেষ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে টাঙ্গাইলের অর্থনীতিকে ঢেলে সাজানো হবে।

    সরকার গঠন করলে বিএনপির ভবিষ্যৎ জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করে তারেক রহমান বলেন, দেশের মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে গৃহিণীদের মাসিক আর্থিক সহায়তা এবং কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। এছাড়া ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, আলেম-ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারি বিশেষ সম্মানীর ব্যবস্থা করা হবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…