ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সেখানে ছয় শিশুসহ অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এরমধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে সাতজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সদর দপ্তর গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত। খবর আল জাজিরার। এর,আগে ভোরে মধ্য গাজা এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ছয় শিশুআরও ১৮ জন নিহত হন।
সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
গত বছরের অক্টোবরে গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চার মাস ধরে চলা এ যুদ্ধবিরতি শুরু থেকেই নড়বড়ে ছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি তোয়াক্কা না করে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাছে।
এবি