এইমাত্র
  • জ্বালানি তেলের দাম কমাল সরকার
  • সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত: শিবির সভাপতি
  • এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে
  • পাকিস্তানে দফায় দফায় হামলা, ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৯৮
  • গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ৬ শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি
  • ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদিকে ৭৩০ ‘প্রতিরোধ ক্ষেপণাস্ত্র’ দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক
  • নির্বাচিত হলে তাহেরকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
  • ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী
  • যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুখোমুখি মিনেসোটা
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নির্বাচিত হলে তাহেরকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    নির্বাচিত হলে তাহেরকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

    বাংলাদেশের মানুষ এখন একটি বড় পরিবর্তন চায় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ ১২ তারিখের পর যে পরিবর্তন আসবে, তা আসবে আমাদের যুবসমাজের আকাঙ্ক্ষা, মায়েদের নিরাপত্তার দাবি এবং গোটা দেশের ইজ্জতের ওপর ভর করে। আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার মেনে নেওয়া হবে না। দেশবাসী একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় এবং সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এগারো দলীয় জোট এগিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না সেটা চিন্তা করবেন।’

    আমরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই জানিয়ে জামায়াতের আমির বলেন, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন, তারাও যদি এসব অপকর্ম ছেড়ে সৎপথে ফিরে আসেন, তবে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাবেন।’

    যুবকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘কোনও যুবকের হাতে বেকার ভাতা তুলে দেবো না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।’

    সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…