সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনসমক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন, তবে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এমন সতর্ক বার্তা দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। খবর অ্যাক্সিওসের।
ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনার ইস্যুতে সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য প্রকাশ পেয়েছে। জনসমক্ষে তারা সেই উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র তিন সপ্তাহ আগে ইরানে হামলা না চালাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্কবার্তার কারণেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত পিছিয়েছিলেন।
সৌদি যুবরাজ সালমানের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হলেন খালিদ বিন সালমান। ইরান ইস্যুতে আলোচনা করতেই তিনি ওয়াশিংটন সফরে গেছেন। এদিকে মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানও হুমকি দিয়ে রেখেছে যে, তাদের জবাব হবে 'নজিরবিহীন'।
এবি