এইমাত্র
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
  • পহেলগাঁওয়ে হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিতে চান সাহসী আদিল হুসেন
  • দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
  • ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার
  • ‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
  • সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
  • কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
  • মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
  • প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী
  • আজ বুধবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম

    বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক নারী ইজারাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটছে। এতে একটি দোকান সম্পুর্ন ভস্মীভূত হয়েছে এবং সাথের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়। পরে বাজিতপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার কিছুক্ষণ পর পিরিজপুর বাজারের মোফাজ্জল হোসেনের হার্ডওয়ারী দোকানে প্রথমে আগুন দেখতে পান বাজারের পাহারাদার। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলান। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশের দুটি দোকানে লাগে। পরে বাজিতপুর ফায়ার সার্ভিস আসার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মোফাজ্জল হোসেনের হার্ডওয়ার দোকান ভস্মীভূত হয় এবং পাশের পিরিজপুর বাজারের নারী ইজারাদার বিলকিছ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ও উজ্জ্বল ডেন্টাল কেয়ার আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের তার, মিটারসহ সবকিছু ঠিক আছে। কিন্তু দোকানের ভিতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি চান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

    ক্ষতিগ্রস্ত দোকানদার মোফাজ্জল হোসেন ও বিলকিছ আক্তারসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট নয়, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে বলে তাদের ধারণা। তিনটি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও তারা জানান।

    বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে অন্য কোন কারণ রয়েছে কিনা।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট শুধু রাতেই কেনো ঘটে এই প্রশ্নে তিনি বলেন, বিষয়টি রাতেই শুধু ঘটে এমন নয়। দিনেও তো ঘটছে। দিনে মানুষ দেখতে পারে তাই অধিকাংশ আগেই নিয়ন্ত্রণে চলে আসে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…