এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। এরইমধ্যে টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে সব দল।
এবারের এশিয়া কাপে স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য আরেকটি দল হলো ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বাকি সাতটি দেশ আগেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
একনজরে দেখে নিন এশিয়া কাপের সব দলের স্কোয়াড :
গ্রুপ ‘এ’
ভারত
অধিনায়ক: সূর্যকুমার যাদব
স্কোয়াড: শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা, রিঙ্কু সিং।
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জাইসওয়াল।
পাকিস্তান
অধিনায়ক: সালমান আলী আঘা
স্কোয়াড: আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
সংযুক্ত আরব আমিরাত
অধিনায়ক: মুহাম্মদ ওয়াসিম
স্কোয়াড: আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মাতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরনজিৎ সিং, সাগির খান।
ওমান
অধিনায়ক: জতিন্দর সিং
স্কোয়াড: হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
গ্রুপ ‘বি’
বাংলাদেশ
অধিনায়ক: লিটন দাস
স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান
অধিনায়ক: রশিদ খান
স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, এএম ঘাজানফার, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, নাভিন উল হক।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেলিয়া খারোটে, আবদুল্লাহ আহমেদজাই।
শ্রীলঙ্কা
অধিনায়ক: চারিথ আসালঙ্কা
স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিন্দু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা।
হংকং
অধিনায়ক: ইয়াসিম মুর্তজা
স্কোয়াড: বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
আরডি