এইমাত্র
  • জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর
  • পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা
  • ববি ছাত্রদলের প্রথম কাউন্সিল: তিন পদে লড়বেন ১০ প্রার্থী
  • এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, বিলম্ব হচ্ছে খালেদা জিয়ার লন্ডন গমন
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • হঠাৎ বদলির আদেশ, রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • দেশের উদ্দেশে লন্ডন বিমানবন্দরে জুবাইদা রহমান
  • আন্দোলনরত প্রাথমিকের ৪২ শিক্ষক নেতাকে অন্য জেলায় বদলি
  • এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বিত, আগামীকাল দেশে আসছেন জুবাইদা রহমান
  • অল দ্য প্রেসিডেন্টস মেন: পুতিনকে ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সুরঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

    সুরঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

    ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার দক্ষিণের ওই এলাকায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

    ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২০০ জন হামাস যোদ্ধা আটকা রয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন।

    হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে তাদেরকে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টায় চুক্তির আলোচনা শুরু করেছিলেন ওয়াশিংটনসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা। কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ায় রাফার সুরঙ্গে এখনও বহু হামাস যোদ্ধা আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

    মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তেরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওই চুক্তি পুরো গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার জন্য পরীক্ষা হবে।

    বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজি হামাদের ছেলেও রয়েছেন।

    হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি। এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন সুরঙ্গে এখন পর্যন্ত ঠিক কতজন যোদ্ধা আটকে আছেন কিংবা সংঘর্ষে কতজন মারা গেছেন সেই বিষয়েও কোনও তথ্য প্রকাশ করেনি হামাস।

    গাজায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর একজন মুখপাত্র ইসরায়েলি বাহিনীর ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

    সূত্র: রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…