বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে আসছেন পুত্রবধু জুবাইদা রহমান। বাংলাদেশ সময় সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টার) কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩০২) তিনি লন্ডন ছেড়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
জানা গেছে, বিমানবন্দর থেকে ডা. জুবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এরপর এ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাওয়ার সূচি ঠিক করা হয়েছে।
এর আগে গতকাল দুপুরে এক বিফ্রিংয়ে ডা. জাহিদ মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আবারও লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
আরইউ