এইমাত্র
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে: সালাহউদ্দিন
  • ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের লজ্জার হার
  • ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
  • হাসিমুখে ট্রাইব্যুনালে হাজির শাজাহান খান, বিষণ্ণ পলক
  • ফুলবাড়ীতে কৃষকদের বীজ ও সার প্রদান
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

     দেওয়ানগঞ্জে ভুলে ইঁদুরনাশক খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু, দুই গ্রামে শোকের ছায়া

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

     দেওয়ানগঞ্জে ভুলে ইঁদুরনাশক খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু, দুই গ্রামে শোকের ছায়া

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে প্রাণ হারিয়েছেন দুই বিয়াই বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৬০) এবং পোড়াভিটা গ্রামের কোম্পানি ওরফে কমল মিয়া (৫৫)। রবিবার রাতের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দুই গ্রামজুড়ে বইছে গভীর শোক আর আহাজারি।

    পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিয়মিত ওষুধ খেতে গিয়ে ভুলবশত বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন দুইজন। সাথে সাথে বুকে জ্বালা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করলে পরিবার তাদের দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান কানকু মিয়া। রাত গভীরেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বিয়াই কমল মিয়া।

    হঠাৎ এভাবে দুই পরিবারের দুই অভিভাবকের মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী-সন্তানসহ নিকটজনেরা। একসাথে চলাফেরা করা, সুখ-দুঃখে পাশাপাশি থাকা দুই বিয়াইয়ের একইদিনে এমন মৃত্যু মানুষকে আরও শোকাহত করেছে।

    স্থানীয় এক বাসিন্দা জানালেন, “এভাবে ভুলে বিষ খেয়ে দুইজন মানুষ চলে যাবে এটা বিশ্বাসই করা যাচ্ছে না। গ্রামের প্রতিটি ঘরে এখন শুধু কান্না আর মাতম।”

    এ ঘটনাকে ‘চরম হৃদয়বিদারক’ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বাড়িতে বিষাক্ত দ্রব্য সুরক্ষিতভাবে না রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সকলকে ঘরে থাকা বিপজ্জনক ট্যাবলেট আলাদা রাখা ও সতর্কতা বাড়ানোর আহ্বান জানান।

    হঠাৎ দুই প্রাণের বিদায়ে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামের আকাশ আজ যেন আরও অন্ধকার। শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…