সবশেষ তিনটি ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে সবচেয়ে বড় ভরসা ছিলেন নেইমার। তবে ২০২৬ সালের আসরে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের এক মাস আগে অর্থাৎ মে মাসে দল ঘোষণা করবেন তিনি। আর এই সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণ ফিট থাকতে হবে নেইমারকে; তাহলেই তিনি জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বকাপ দলে।
এদিকে বিশ্বকাপ শুরু হতে আর বাকি আছে ছয় মাস। আর এমন সময়ই নেইমার জানিয়ে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আজ সকালে লিগের শেষ ম্যাচে ক্রুজেইরোর মোকাবিলা করে সান্তোস। নেইমারের দলটি ৩–০ ব্যবধানে জিতে শুধু অবনমন এড়াতেই সক্ষম হয়নি, বরং জায়গা করে নিয়েছে কোপা সুদামেরিকানার পরবর্তী আসরেও।
ম্যাচ শেষেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান নেইমার। গত ২৫ নভেম্বর তিনি হাঁটুর মেনিসকাসে চোট পান। চোট নিয়েই খেলতে নেমে সান্তোসের হয়ে করেছেন ৫ গোল ও ১টি অ্যাসিস্ট, যা দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখে।
ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের পর তিনি জানিয়েছেন, এবার তাঁর হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় তাঁর টুর্নামেন্টে থাকা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সম্প্রতি সান্তোসের হয়ে দারুণ খেললেও ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলকে যতটা সম্ভব সাহায্য করতেই ফিরেছিলাম। গত কয়েক সপ্তাহ আমার জন্য ছিল খুব কঠিন।’
তিনি আরও বলেন, ‘যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সমর্থন না থাকলে এই ইনজুরি নিয়ে এত ম্যাচ খেলা সম্ভব হতো না। এখন আমার বিশ্রাম দরকার, তারপর হবে অপারেশন।’
হাঁটুর অস্ত্রোপচার বা পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামতে পারেননি নেইমার।
গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে দলে চাইলে তাকে শতভাগ ফিট হয়েই ফিরতে হবে। বিশ্বকাপের ড্র শেষেও একই কথা পুনরায় নিশ্চিত করেছেন তিনি।
আরডি