এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে গানের আসরের কথা বলে এক মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিলের মাঝখানে বাগানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়।

    মামলার আসামিরা হলেন- দক্ষিণ তারাবুনিয়ার মহব্বত আলী মোল্লার কান্দির মহিজল হাওলাদারের ছেলে রশিদ হাওলাদার (৪৫), লিটন শেখ (৩৫) পিতা ইব্রাহিম শেখ, ইদ্রিস আলী (৪৪) পিতা কালাচান মাল, ও কালা সরকার (৩৩)।

    ভুক্তভোগী জানান, তিনি ঢাকার জুরাইনে থাকেন। বিভিন্ন কাওয়ালি গানের আসরে তিনি টাকার বিনিময়ে গান করেন। বুধবার (৩ ডিসেম্বর) দক্ষিণ তারাবুনিয়ার মহব্বত আলী মোল্লার কান্দির মহিজল হাওলাদারের ছেলে রশিদ হাওলাদার (৪৫) (রইশ্শা) তাকে ফোনে দক্ষিণ তারাবুনিয়ায় শুক্রবার রাতে গানের আসর আছে বলে জানান। এ জন্য রশিদ বৃহস্পতিবার ফোন করে স্মরণ করিয়ে দেন এবং শুক্রবার সকালে ফোন করে ঠিকানা দেন আসার জন্য।

    ভুক্তভোগী নারী শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরে পৌছালে রশিদ ও তার সঙ্গীরা রাতে তাকে মূল রাস্তা থেকে বিলের মাঝখানে নির্জন বাগানে নিয়ে সংবদ্ধ ধর্ষণ করেন। এ ব্যাপারে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোতালেব মালের কাছে পরদিন বিচার দেন ওই নারী। ঘটনা শুনে পরদিন শনিবার এ ব্যাপারে বিচারের আশ্বাস দেন তারা। এরইমধ্যে এলাকায় ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ঘটনাটি সংবাদকর্মীরা জানার পর পুলিশকে অবহিত করেন। পরে এসআই শফিকের নেতৃত্বে সখিপুর থানা পুলিশ ভুক্তভোগী নারীকে থানা হেফাজতে নিয়ে যান। এ সময় থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত বলেন এবং চারজনকে আসামি করে মামলা করেন।

    ঘটনা সম্পর্কে মেম্বার আক্কাস আলী বেপারী বলেন, ‘আমি তেমন কিছু জানতাম না, তবে আজকে মানুষজন বলাবলি করছিল তখন আমি জানার চেষ্টা করি এবং ঘটনার সত্যতা নিশ্চিত হই। এই রশিদ একাধিক অপকর্মের সঙ্গে জড়িত। এর আগেও গরু চুরি করে গণধোলাই খেয়েছে। আমি এর উপযুক্ত শাস্তি দাবি করছি।’

    স্থানীয় লোকজন বলেন, ‘রশিদের অপকর্মের ঘটনা বলে শেষ করা যাবে না। এইবার ওর শাস্তি হউক।’

    রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা সার্কেল এসপি সৌম্য শেখর পাল ঘটনার তদন্তে আসেন দক্ষিণ তারাবুনিয়ায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঘটনা পুরোপুরি সত্য। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মহিলাকে শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দ্রুত আসামিদের ধরার চেষ্টা করছি।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…