এইমাত্র
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • নারায়নগঞ্জে শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার
  • রংপুরে নিহত মুক্তিযোদ্ধা দম্পতির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
  • এই দিনে হানাদার মুক্ত হয়েছিল রামগড়
  • তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
  • চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
  • মালয়েশিয়ায় কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার
  • লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের সেতু নির্মাণ
  • বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় অপহৃত শতাধিক স্কুলশিক্ষার্থী উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    নাইজেরিয়ায় অপহৃত শতাধিক স্কুলশিক্ষার্থী উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    সংগৃহীত ছবি

    নাইজেরিয়ায় একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহৃত হওয়া ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। রবিবার (০৭ ডিসেম্বর) তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

    নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংস্থা ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    গত ২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্তরা।

    অপহৃত এই শিশু ও শিক্ষার্থীদের উদ্ধারে সেদিন থেকেই অভিযান শুরু করে নাইজেরিয়ার সেনা-পুলিশ যৌথ বাহিনী। ১৫ দিন অভিযান চালিয়ে তাদের মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে পেরেছে যৌথ বাহিনী।

    বাকি ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের হালনাগাদ অবস্থা কী- সে সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি যৌথ বাহিনীর কর্মকর্তারা।

    এ ব্যাপারে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিল দেশিটির বিভিন্ন সংবাদমাধ্যম এবং রয়টার্স। তবে কোনো কর্মকর্তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

    সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটোরি রয়টার্সকে জানান, “অবশিষ্ট ১২৭ শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকার কী অবস্থা, তা আমরা এখনও জানি না। সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে আমাদের কিছু বলা হয়নি। আমরা প্রার্থনা করছি যে তারা সবাই যেন সুস্থ থাকে এবং দ্রুত মুক্তি পায়।”

    নাইজেরিয়ায় বর্তমানে বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ ও সহিংসতায় ভোগা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন প্রদেশে এমন বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীগোষ্ঠীর উদ্ভব ঘটেছে—যাদের পেশা হলো ডাকাতি, লুটপাট, অপহরণ, নারী ও শিশুপাচার, হত্যাসহ প্রায় সবধরনের অপরাধ।

    দেশটির মোট জনসংখ্যার ৫৩ দশকিক ৫ শতাংশ মুসলিম এবং ৪৫ দশমিক ৯ শতাংশ খৃস্টান। যেসব সশস্ত্র গোষ্ঠী দেশটিতে রয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা এবং ইসলামিক স্টেট প্রভাবিত। এই গোষ্ঠীগুলো প্রায় নিয়মিত খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসাকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে।

    এর আগে নাইজেরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মার্চ মাসে। সেবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাদুনার একটি স্কুল থেকে অপহরণ করা হয়েছিল দুই শতাধিক শিক্ষার্থীকে।

    সূত্র : রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…