ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৩–০ গোলের স্বচ্ছ জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে লন্ডনের ক্লাবটি। গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষেও আছে তারা।
ম্যাচের শুরুতেই আর্সেনালের গতি বুঝিয়ে দেন মাদুয়েকে। ওডেগোরের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠ পেরিয়ে একাই এগিয়ে যান তিনি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ঝড়ো শটে দলকে এগিয়ে দেন তরুণ এই উইঙ্গার। বিরতির পরে আরও স্বচ্ছন্দ হয়ে ওঠে গানাররা। দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল যোগ করেন মাদুয়েকে। পরে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান মার্টিনেল্লি।
ব্রুগা কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও রায়ার নিরাপদ হাতে সবই থেমে যায়। ফলে ম্যাচের আগেই টপ ফেভারিট বিবেচিত আর্সেনাল খুব সহজেই তুলে নেয় তিন পয়েন্ট, আর গ্রুপে শীর্ষস্থান ধরে রাখে নির্ভারভাবে।
অন্যদিকে লিগে চাপে থাকা পিএসজি ইউরোপেও পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ হলো। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে আধিপত্য করেও গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে টানা তিন ম্যাচের মধ্যে দুইবার পয়েন্ট হারাল ফরাসিরা।
পুরো ম্যাচে ১৭টি শট নিয়েও কেন গোল আসেনি। এর জবাব খুঁজলে উঠে আসে শুধুই ‘ফিনিশিং’-এর ব্যর্থতা। প্রথমার্ধে খেলার ছন্দ খুঁজে পাননি রামোস-রুইজরা। দ্বিতীয়ার্ধে বার্কোলার শট ক্রসবারে না লাগলে হয়তো ম্যাচের রং বদলে যেত।
তবুও পয়েন্ট তালিকায় খুব পিছিয়ে নেই পিএসজি। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিন নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে এবং সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে একদম ওপরে আর্সেনাল।
আরডি