এইমাত্র
  • খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  • রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
  • বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা কমিটি গঠন
  • হোবার্টের জার্সি গায়ে রিশাদের আবেগঘন বার্তা
  • স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
  • মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
  • পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    জাতিসংঘ থেকে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

    জাতিসংঘ থেকে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
    সংগৃহীত ছবি

    জাতিসংঘ থেকে আফগানিস্তানের তালেবান সরকারকে আবারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বলেছে, কাবুল যদি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয়, তাহলে ইসলামাবাদ তার নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করবে। খবর জিও নিউজের।

    বুধবার (১০ ডিসেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ।

    বুধবার (১০ ডিসেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ। তিনি বলেন, আফগানিস্তান আবারও সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সহযোগীদের জন্য একটি ‘নিরাপদ অভয়ারণ্য’ হয়ে উঠেছে, যার ফলে নিকটতম প্রতিবেশীদের, বিশেষ করে পাকিস্তান এবং এই অঞ্চল এবং তার বাইরেও ভয়াবহ পরিণতি এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে।

    পাক রাষ্ট্রদূত বলেন, ‘তালেবানদের অবশ্যই তাদের মাটিতে ঘাঁটি গাড়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নিতে হবে। যদি তা না করা হয়, পাকিস্তান তার নাগরিক, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

    তিনি বলেন, আইএস-কে, আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মাজিদ ব্রিগেডসহ সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তানের ভূখণ্ডে নিরাপদ আশ্রয় উপভোগ করে, যেখানে কয়েক ডজন সন্ত্রাসী ঘাঁটি গড়ে তোলা হয়েছে। যা তাদের সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ এবং আত্মঘাতী বোমা হামলাসহ সহিংস হামলা চালাতে সুযোগ করে দিচ্ছে।’

    সাম্প্রতিক বছরগুলোতে পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান বলেও পরিচিত। আফগানিস্তানের তালেবান সরকারের থেকে আলাদা হলেও টিটিপিকে তাদের মিত্র হিসেবে দেখে পাকিস্তান।

    পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সাথে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।

    ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

    যার প্রেক্ষিতে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয় ইসলামাবাদ। ফলে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এতে আফগানিস্তানে খাদ্য ও ওষুধের সরবরাহে ঘাটতি দেখা দেয়। গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…