খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, উপজেলার পূজগাং এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে পরিচয় যাচাইয়ে জানা যায়, তারা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা।
আটকরা হলেন— জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০), লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে তারা প্রথমে পানছড়ির রুপসেন পাড়া এলাকায় প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যান। সেখান থেকে পুনরায় ভারতে ফিরে যেতে আবারও চোরাপথ ব্যবহার করছিলেন।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা মূলত রাঙ্গামাটির বিলাইছড়ির বাসিন্দা। ২০২০ সালে তিনি ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। তার মা–বাবা বাংলাদেশি নাগরিক। মেয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইখা