অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে দলের সঙ্গেও যোগ দিয়েছেন তিনি। বিগ ব্যাশের গত আসরের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত রিশাদ। সবকিছু ঠিক থাকলে হারিকেন্সের প্রথম ম্যাচ ঘরের মাঠ বেলেরিভ ওভালে আগামী মঙ্গলবার সিডনি থান্ডারের বিপক্ষে অভিষেক হতে পারে রিশাদের।
রিশাদ নিজেও মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন। হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে হোবার্ট হারিকেন্সের পোশাক পরেছি। এটা গায়ে চাপিয়ে অসাধারণ লাগছে। চোখ রাখছি খেলায়।’
হোবার্টের স্কোয়াডে বিদেশি হিসেবে রিশাদ ছাড়াও আছেন ইংল্যান্ডের লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ ও পেসার ক্রিস জর্দান। অস্ট্রেলিয়ান সতীর্থ হিসেবে পাচ্ছেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মিচেল ওয়েন, ন্যাথান এলিস, বেন ম্যাকডারমট, জ্যাক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার, রাইলি মেরেডিথদের।
দলটির প্রধান কোচ জেফ ভন হলেও ‘হেড অব স্ট্র্যাটেজি’ হিসেবে কাজ করছেন রিকি পন্টিং। রিশাদকে দলে নেয়ার পেছনে এই কিংবদন্তি ক্রিকেটারের বড় অবদান আছে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রিশাদ। এর আগে সাকিব আল হাসানেরই এই অভিজ্ঞতা আছে। ২০১৩-১৪ আসরে বদলি হিসেবে অ্যাডিলেইড স্ট্রাইকার্সে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। পরের মৌসুমে চারটি ম্যাচ খেলেছিলেন মেলবোর্ন রেনিগেডসের হয়ে।
আরডি