এইমাত্র
  • কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
  • খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  • রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
  • বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা কমিটি গঠন
  • হোবার্টের জার্সি গায়ে রিশাদের আবেগঘন বার্তা
  • স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
  • মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে পাওনা নিয়ে বিরোধ, অটোচাপায় প্রাণ গেল স্বামীর

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

    ঈশ্বরদীতে পাওনা নিয়ে বিরোধ, অটোচাপায় প্রাণ গেল স্বামীর

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

    পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মোঃ আজাদ হোসেন(৩৩) নামে এক ইপিজেড শ্রমিককে ব্যাটারিচালিত অটোর নিচে ফেলে প্রকাশ্যে পিষে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার চররুপপুর জিগাতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত মোঃ আজাদ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সি বাজার এলাকার মোঃ আলী আজমের ছেলে এবং ইপজেডের নাকানো কোম্পানিতে কর্মরত ছিলেন।

    জানা গেছে, ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার বাসিন্দা অটোচালক মোঃ রনির থেকে ইপিজেড শ্রমিক মোঃ আজাদ হোসেন সুসম্পর্কের খাতিরে প্রায় ৩ মাস আগে ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই টাকা সঠিক সময়ে পরিশোধ করতে ব্যর্থ হন নিহত আজাদ। এদিকে চররুপপুর জিগাতলা মোড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে অটোচালক রনির সঙ্গে দেখা হয় আজাদের। এসময় রনি তার পাওনা টাকা চেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে স্ত্রীর সামনে রনি আজাদকে ধাক্কা মেরে সড়কের উপর ফেলে দেয় এবং তার ব্যাটারিচালিত অটো দিয়ে আজাদের শরীরের উপর চাপা দিয়ে প্রায় আধাঘন্টা ছেঁচড়িয়ে নিয়ে যায়। পরে তার স্ত্রীর সহযোগিতা স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    নিহত আজাদের স্ত্রী মোছা: বর্ষা খাতুন বলেন, পাওনা টাকা চাইলে আমার স্বামী কিছুদিন পর দেওয়ার কথা বল্লে রনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে রনি কিল ঘুষি মেরে তাকে সড়কের উপর ফেলে তার অটোগাড়ি দিয়ে চাপা দেয় পরে আধা কলোমিটার পর্যন্ত ছেচড়িয়ে নিয়ে গেলে লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করি। এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

    ঈশ্বরদী থানার ওসি মোঃ মমিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…