মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা করে ও পরিবেশবান্ধব এই আধুনিক গণপরিবহণ ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই অব্যাহতির সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজলভ্য করতে সরকার গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এনবিআর জানিয়েছে, মেট্রোরেল বর্তমানে ঢাকার যানজট নিরসন ও কর্মঘণ্টা সাশ্রয়ে যুগান্তকারী ভূমিকা রাখছে। এই সেবাকে আরও জনবান্ধব করতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তটি যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে। কারণ এর ফলে আপাতত মেট্রোরেলের ভাড়া বাড়ছে না।
উল্লেখ্য, বর্তমান আইন অনুযায়ী যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেল সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হলেও বিশেষ বিবেচনায় মেট্রোরেলকে এই করের আওতামুক্ত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকার বার্ষিক প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব আয় হারালেও সাধারণ নাগরিকরা এর সরাসরি সুফল পাবেন।
এইচএ