এইমাত্র
  • ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
  • টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
  • বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
  • মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
  • তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
  • এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
  • ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
  • শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
  • বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
  • আজ বুধবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভীড় বেশি এসব দোকানে।

    নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০ টি অস্থায়ী পুরাতন কাপড়ের দোকান। এসব দোকানে ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়। আধা পুরাতন কাপড় পাওয়া যাচ্ছে ১৫০ টাকা ৩৫০ টাকার মধ্যে আর নতুন কাপড় সাধারণত ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে বেচাকেনা চলে।

    সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ি আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্রগ্রাম থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। দুই দিন ধরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে।

    ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভীড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও। এসব দোকানে হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সুয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোর্ট, বেলবেড জ্যাকেট, ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে।

    সিংড়া পৌর শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে শীতবস্ত্রের দাম যাচাই করে দেখা যায়, হুডি ২৫০ টাকা খেকে ৫০০ টাকা, মোটা গেঞ্জি ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, মেয়েদের কার্ডিগান ৩০০ টাকা থেকে ৮০০ টাকা, সুয়েটার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, মোটা জ্যাকেট ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, কানটুপি ৬০ টাকা থেকে ১২০ টাকা, মাঙ্কি টুপি ৪০ টাকা ৬০ টাকা, শর্ট কোর্ট ৪০০ টাকা থেকে ৭০০ টাকা, ছোটদের শীতের পোশাক ১০০টাকা থেকে ৩০০ টাকা, পা মোজা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

    ফুটপাতে শীত বস্ত্র কিনতে আসা নুরজাহান খাতুন নামের এক ক্রেতা জানান, ছোট ছেলে মেয়ের জন্য কিছু শীতের কাপড় কিনলাম। টাকার বাজেট কম তাই মার্কেটে কিনতে যায়নি। এখান থেকে কিনলাম। অনেকটা সাশ্রয়ি দামেই কিনেছি।

    অটো রিক্সা চালক খাদেম আলী নামের আরেক ক্রেতা জানান, দরদাম করে আধা পুরাতন একটা জ্যাকেট কিনলাম। দাম নিলো ৩২০ টাকা। বেশ মোটা। এবারের শীত এটা দিয়েই চলে যাবে ইনশাআল্লাহ।

    সিংড়া সরকারি কলেজ রোড এলাকার ফুটপাত ব্যবসায়ি তারেক রহমান জানান, গত বছর অগ্রহায়ণ মাস থেকেই বেচাকেনা ভালো ছিল। এখন পৌষ মাস। প্রায় একমাস পর এবছর সবেমাত্র বেচাকেনা শুরু হলো।

    তিনি বলেন, ‘শীত যত বাড়ে বেচাকেনাও তত বাড়ে। সারা বছর যা বেচাকেনা করি শীতের তিন মাস তার চেয়ে বেশি বেচাকেনা হয়।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…