আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। এ লক্ষ্যে সম্প্রতি পল্লবী থানা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুমন।
এদিকে ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।
এনপিপির নেতারা জানান, তারিকুল ইসলাম সুমন পল্লবী থানার একজন পরিচিত, সৎ ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্রিয়তাই তাকে শক্ত অবস্থানে রেখেছে বলে দাবি করেন দলীয় নেতারা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম সুমন বলেন, ‘ইনশাআল্লাহ ঢাকা-১৬ আসনের জনগণের ভোটে বিজয়ী হতে পারলে এ এলাকায় জবাবদিহিতামূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। জনদুর্ভোগ লাঘব, যানজট নিরসন, পানি ও বিদ্যুতের সমস্যা সমাধান, বস্তিবাসীদের অমানবিক জীবনযাপনের অবসানসহ সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখব।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা তার এবং তার দল এনপিপির।
এসকে/আরআই