সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অপু আহমদ বদই গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি হত্যা মামলা, সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি নিয়মিত মামলা চলমান রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা সন্ত্রাসী কর্যক্রমে সম্মুখ সারিতে এই বদই নেতৃত্ব দেয় বলে জানা যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হবে।
আরডি