এইমাত্র
  • ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
  • টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
  • বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
  • মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
  • তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
  • এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
  • ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
  • শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
  • বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
  • আজ বুধবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তারেক রহমানের প্রত্যাবর্তন

    টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। দলের পক্ষ থেকে এই সংবর্ধনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

    দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর এলাকার নেতাকর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস, হাইস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহন প্রস্তুত রাখা হয়েছে।

    জেলা বিএনপি সূত্র জানায়, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস ও অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন বলে জানা গেছে।

    টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীসহ আপামর জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টুকু ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। ছাত্রদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। উপজেলা পর্যায় থেকে আলাদাভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

    টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ বলেন, টাঙ্গাইল সদর থেকে তিন হাজার নেতাকর্মী যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলায় মোট ৬ থেকে ৭ হাজার যুবদলের নেতাকর্মী অংশ নেবেন। সদরের জন্য একটি পূর্ণ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যুবদলের পাশাপাশি কৃষক দল ও মহিলা দলের নেত্রীরাও নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাচ্ছেন। জেলা শহরের নেতাকর্মীদের জন্য টি-শার্ট ও মাথার টুপি প্রস্তুত করা হয়েছে।

    জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ডিপি মনির) বলেন, তারেক রহমানের আগমন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য টাঙ্গাইল সদর থেকে আমাদের জন্য একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা ওই ট্রেনসহ অন্যান্য পরিবহনে ঢাকায় যাবেন। আমরা ন্যূনতম ১০ হাজার শ্রমিক দলের নেতাকর্মীর অংশগ্রহণ আশা করছি।

    টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ অংশ নেবেন। টাঙ্গাইল থেকেও বিশালসংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যাবেন। এ জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

    তিনি জানান, সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় রিজার্ভ করা ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে ঘারিন্দা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশে ফিরবে।

    টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রতিটি উপজেলা থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। আজকের মধ্যেই প্রায় অর্ধেক নেতাকর্মী রওনা দেবেন। সদরের জন্য একটি ট্রেন, শতাধিক বাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৮-১০টি বাস নেওয়া হয়েছে।

    এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইল জেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার মানুষ ঢাকায় যাবেন ইনশাল্লাহ। শুধু টাঙ্গাইল সদর থেকেই ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

    তিনি আরও বলেন, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্পেশাল ট্রেনসহ সব ধরনের পরিবহন ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা বাঁধভাঙা জোয়ারের মতো ঢাকার দিকে ছুটে আসছেন।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…