এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর শহরের লালদিঘি পাড়ায় ‘পাইলস কিউর সেন্টার’ খুলে বছরের পর বছর রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডা. আব্দুর রবকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এইচ এস এম আব্দুর রব দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অবৈধভাবে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুর রবকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার। এ সময় যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. মাহমুদুল হাসান পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআই