এইমাত্র
  • জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে
  • বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
  • লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
  • ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ
  • ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
  • শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে
  • লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
  • ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
  • নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

    বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

    মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।

    খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের বাড়িঘর, রাস্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জা দিয়ে মুড়িয়ে দিয়েছেন। রাত পেরোলেই শুরু হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের জীবনে বয়ে আনে এক অনাবিল ভালোবাসা ও সৌহার্দ্য।

    যীশু খ্রিস্টের জন্মদিন ঘরে-ঘরে আনন্দের বন্যা বয়ে আনে। খ্রিস্টান পল্লির রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ইতোমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। উৎসবের আমেজে মেতে উঠেছেন এখানকার মানুষ।

    খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গা এবং নাটুদাসহ মোট ৫টি গির্জা এবং খ্রিস্টান বাড়িতে সাজসাজ রব লক্ষ্য করা যাচ্ছে। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে মুঠোফোন ও পোস্টকার্ডের মাধ্যমে। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য তৈরি করা হচ্ছে রকমারি পিঠা ও অন্যান্য খাবার। গির্জা ও উপধর্মপল্লিগুলোকে সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জা দিয়ে। গির্জার ভেতরে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ডিসপ্লে। প্রাঙ্গণে কুঁড়েঘর নির্মাণ করা হয়েছে, যেখানে রাখা হবে মাতা মেরির কোলে যীশুখ্রিস্টের মূর্তি।

    বড়দিন উপলক্ষে কার্পাসডাঙ্গার বাজারের তৈরি পোশাক বিপণিবিতানগুলোতে ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে থাকে। অন্যান্য বছরের তুলনায় এবারের বিক্রি বেশি।

    বাঘাডাঙ্গা গ্রামের গৃহবধূ কিরণ গোমেজ বলেন, “বড়দিন উপলক্ষে অতিথিদের আপ্যায়নের জন্য আমরা সপ্তাহ খানেক ধরে বিভিন্ন ধরনের পিঠা ও কেক তৈরি করছি। আমাদের অনেক আত্মীয়স্বজন দেশের বাইরে ও ঢাকায় বসবাস করে। বড়দিনে তারা প্রতিবছর গ্রামে আসে। সবাই মিলে উৎসব উদযাপন করি।”

    কার্পাসডাঙ্গার পবিত্র যীশু হৃদয় ক্যাথলিক গির্জার রেভারেন্ট ফাদার বাবুল বৈরাগী বলেন, “প্রভু যীশুর জন্মজয়ন্তি উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। এবছরের মূল বার্তা হচ্ছে ক্ষমা, একতা এবং মিলেমিশে থাকা। নভেনা খ্রিস্ট যাগ ও পাপস্বীকারের অনুষ্ঠান ২৪ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়েছে। প্রায় ৫শত পরিবার উৎসবের প্রস্তুতি নিয়েছে। বড়দিনের কীর্তনের (ক্যারল) মধ্য দিয়ে উৎসব শেষ হবে।”

    ক্রাইস্ট চার্চ বাংলাদেশের রেভারেন্ট পুরোহিত সামুয়েল হেমরুম জানান, মূল অনুষ্ঠান ২৫ ডিসেম্বর সকাল ৮.৩০টা থেকে ১০টা পর্যন্ত উপাসনা অনুষ্ঠিত হবে। দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গায় মোট ৫টি গির্জা রয়েছে। এর মধ্যে ক্যাথলিক, চার্চ অব বাংলাদেশ, প্রেসবিটারিয়ান ও বৈতলেহম এজি চার্চ বাংলাদেশে আলাদা আলাদা প্রার্থনা বা উপাসনা পালন করা হবে।

    দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দীন বলেন, “গির্জা ও আশপাশের এলাকায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে থাকবে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উবায়দুর রহমান সাহেল বলেন, “খ্রিস্টান সম্প্রদায় উৎসাহ উদ্দীপনার মধ্যে বড়দিন উদযাপন করতে পারুক—সেজন্য উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করছে। বড়দিন উপলক্ষে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…