লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
এতে বলা হয়, একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ মর্মে বন্দিদের আত্মীয়-স্বজনকে প্রতারিত করে অর্থ দাবি করছে বলে কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকৃতপক্ষে এটি প্রতারণা ও অনৈতিক উপায়ে অর্থ আদায়ের কৌশল। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ কোথাও নেই।
বিজ্ঞপ্তিতে সবাইকে এ ধরনের বিভ্রান্তি ও প্রতারণার হাত থেকে রক্ষাসহ যেকোনো ধরনের তথ্যের প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে (১৬১৯১) কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারাবন্দিরাও। সম্প্রতি কারাগার ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধন ২০২৫)-এর বিধি ১০(ক) অনুযায়ী, এসব ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এইচএ