এইমাত্র
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ
  • মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা
  • ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
  • ‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
  • শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা
  • মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
  • মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  • তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • ‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
  • আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩২ | ২৫ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

    সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য ও ‘আলিশান’ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।

    আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনাস্থলে পৌঁছে এই দৃষ্টান্ত স্থাপন করেন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এই নেতা।

    বিকেল ৪টার দিকে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার পর তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল এবং প্রটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি রাজকীয় বা আলিশান চেয়ার।

    উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন। এর কয়েক মিনিটের মাথায় তিনি তাঁর বক্তব্য শুরু করেন।

    মঞ্চে তারেক রহমানের ডান পাশের নির্ধারিত চেয়ারটি ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এবং বাঁ পাশের চেয়ারটি বরাদ্দ ছিল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য। এ ছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন।

    এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…