টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার।
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সমুদ্র পৃষ্ঠাথেকে প্রায় ১৮ শত ফুট উচুতে অবস্থিত সাজেক ভ্যালিকে পর্যটকের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। খালী নেই কোন রিসোর্ট কটেজ।
টানা ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করছে সাজেকে, জানাযায় বৃহস্পতিবার সাজেকের উদ্দেশ্য খাগড়াছড়ি হতে প্রায় ২৫০টি ছোট বড় গাড়ি ছেড়ে যায়।
পর্যটকদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল, রেস্তোরাঁ, কটেজ ও রিসোর্টের ব্যবসায়ীরা, অনেকেই আবার রুম না পেয়ে খোলা জায়গায় তাবু গেড়ে রাত্রি যাপন করছে।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সাজেক ভ্যালিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। রিসোর্ট-কটেজগুলোর সব কক্ষ ভাড়া হয়ে গেছে। তবে কক্ষ বুকিং না নিয়ে অনেক পর্যটক বেড়াতে গিয়েছেন। তাঁরা রিসোর্ট-কটেজের কক্ষগুলোতে গাদাগাদি করে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার সব কক্ষ আগাম বুকিং হয়েছে। এরপরও বুকিং ছাড়া সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টায় আরও অনেক পর্যটক সাজেকে এসেছেন।
এসআর