কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে ১৪ রাউন্ড গুলি ও ২ টি পিস্তলসহ সোহাগ (৩২) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে উপজেলার ছয়ফুল্লাহকান্দি মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহাগ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামের তারু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয়ফুল্লাহকান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. তারু মিয়ার ছেলে মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি সহ ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এসআর