আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির রংপুর বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আফতাব উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। প্রায় ১৭ বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।
নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন উত্তোলন ও প্রস্তুতির খবরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর-৪ আসনে আগামী দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
এসআর