এইমাত্র
  • এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
  • ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে ১০০ ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু
  • নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ
  • মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা
  • ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
  • ‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
  • শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা
  • মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
  • মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩২ | ২৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

    শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

    বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঘিরে অস্বস্তি ও অনিশ্চয়তার খবরই সামনে আসছে। টুর্নামেন্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ প্রস্তুতির বদলে আলোচনায় উঠে আসছে ব্যবস্থাপনাগত দুর্বলতা।

    বৃহস্পতিবার সকালটা শুরু হয় চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে। দুপুরের দিকেই নতুন করে বিতর্কে জড়ায় নোয়াখালী এক্সপ্রেস। পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবের অভিযোগ তুলে দলীয় অনুশীলন ছেড়ে চলে যান প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের।

    দুজনেই অনুশীলন ভেন্যু ত্যাগ করেন এবং পরে হোটেলে ফিরে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। বিমানের টিকিট কাটা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তালহা জুবায়ের। তার ভাষ্য, কোচ হওয়া সত্ত্বেও দল পরিচালনা কিংবা অনুশীলন সংক্রান্ত কোনো বিষয়েই তাদের জানানো হয়নি।

    তালহা জানান, অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল, স্ট্যাম্পসহ মৌলিক সরঞ্জামেরও ঘাটতি ছিল। ঢাকায় থাকাকালে নির্ধারিত সময়ে বল না পাওয়ায় খেলোয়াড়দের কাছ থেকে বল নিয়ে অনুশীলন চালাতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    এ অবস্থায় কাজ চালিয়ে যাওয়াকে অসম্ভব মনে করছেন কোচ দুজন। তাদের দাবি, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো কোনো পারিশ্রমিক বা ডে-অ্যালাউন্স দেওয়া হয়নি। সবকিছুই পরিচালিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব লোকজন দিয়ে, ফলে কোচ হিসেবে দায়িত্ব পালনের সুযোগও থাকছে না।

    আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। বিকেল তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

    তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই এই দুই দল ঘিরে তৈরি হওয়া বিতর্ক বিপিএলের প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…