পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি, দুজন সাংবাদিক ও মসজিদের একজন ইমাম। হ্যাকাররা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এই কৌশল অবলম্বন করছেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, কিছুদিন পুলিশের এসপি পরিচয়ে একজন তার মুঠোফোনে কল দেন। এসময় বিভিন্ন কথপোকথন হয়। এরপরই তার ফেসবুক আইডি হ্যাক করা হলেও বুঝতে পারেননি। তার ফেসবুক বন্ধুদের ম্যাসেঞ্জারে টাকা চেয়ে এসএমএস পাঠানো হয়। গত ২০ ডিসেম্বর টের পান তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। প্রতারকরা ০১৮৬৪২৩০১২৬ নম্বর দিয়ে তার পরিচিতজনদের কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
সাংবাদিক নেতা কাজী আশরাফুল আজাদ জানান, ১৫ হাজার টাকা চেয়ে তার ম্যাসেঞ্জারেও একটি এসএমএস পাঠানো হয়েছিল।
সাংবাদিক ইউনিয়ন যশোরের যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর জানান, গত ২৩ ডিসেম্বর সকালে তার মোবাইলে একটি কল আসে। ওপাশ থেকে নিজেকে একটি বাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া হয়।
কলদাতা তাকে বলেন, ‘আপনি একটি গ্রুপ চালাচ্ছেন, সেখানে আপত্তিকর লেখা ও অশ্লীল ভিডিও ছেড়েছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। দ্রুত সেগুলো ডিলিট করুন। আরও নানা কথাবার্তা হয়ে মুঠোফোনের নম্বর বন্ধ রাখতে বলা হয়। কিছু সময় পর ফোন চালু করতেই একের পর এক কল আসতে থাকে। পরে বুঝতে পারেন তার নম্বর হ্যাক করা হয়েছে। মশিউর রহমান জানান, প্রতারক চক্র নগদের এই (০১৮৯৮৬৭২২২৫) দিয়ে তার তার পরিচিতজনদের কাছে টাকা দাবি করে।
দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ মোস্তফা হাসমি সাজু জানান, গত ২০ অক্টোবর রাতে তার কাছে ০১৭০৮০৩১৫৮৭ নম্বর থেকে পুলিশের ওসি পরিচয়ে কল আসে। বলা হয়, তিনি তাদের একজন সিনিয়র কর্মকর্তাকে কল করে হুমকি দিয়েছেন। সাজু জানান, তিনি কাউকে কল করেননি। শুধু তাই নয়, ওই নম্বরে ট্রুকলারে সার্চ দিলে উত্তরা থানার ওসি জাহিদ হাসানের নাম দেখায়। ও পাশ থেকে বলা হয়, এক ঘণ্টা মোবাইল বন্ধ রাখতে। তিনি ফোন বন্ধ করার পর একইভাবে তার ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করা হয়। তার বিকাশ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাজু।
এর আগে গত ১ ডিসেম্বর কেশবপুর পৌর শহরের হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
আব্দুল্লাহ আল আমিন জানান, বেলা ১০ টার দিকে তার ফেসবুক আইডি হ্যাক করা হয়। এরপর তার পরিচিতজনদের মেসেঞ্জারে সমস্যার কথা বলে দেয়া বার্তায় টাকা দাবি করেন। এভাবে ৪ জনের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা হাতিয়েছে প্রতারক চক্র। টাকা নেওয়ার জন্য তারা দুটি (০১৮৯৮৭০৭৫৭৮ ও ০১৮১১-৮০০১৮১) নম্বর দেয়।এ ঘটনায় তিনি কেশবপুর থানায় জিডি করেছেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, হ্যাকারদের টাকা নেয়া নম্বরগুলো পেলে ট্রাকিং করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর