এইমাত্র
  • ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • স্মৃতিসৌধের পথে তারেক রহমান
  • উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
  • কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
  • অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
  • ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
  • ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
  • ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
  • নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
  • বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩২ | ২৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

    ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

    ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া (৩৮) নামে একজন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    ফেরত আসা রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া বাংলাদেশের চট্রগ্রামের পদ্মুয়ার ভাগবানপুর সুকবিলাসের বাসিন্দা নেপাল বড়ুয়ার ছেলে।

    ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে বিদেশী নাগরিকদের নিবন্ধনের দায়িত্বে থাকা এফপিআরও কলকাতার সুপারিশে এবং ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ইস্যুকৃত নোটিশের ভিত্তিতে তাকে ভারতে থেকে বাংলাদেশে প্রত্যাবর্তণ করা হয়।

    বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে উভয় দেশের প্রতিনিধিদের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এই প্রত্যাবাসন সম্পন্ন হওয়ায় আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।

    এ সময় ভারতের পক্ষে হস্তান্তরকারী হিসেবে উপস্থিত ছিলেন পেট্রাপোল ইমিগ্রেশন অফিসার এবং বিএসএফ-এর ‘বি’ কোম্পানি ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রতিনিধি। বাংলাদেশের পক্ষে গ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য জাস্টিস এ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাকে থানা থেকে গ্রহণ করেছেন।

    এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম জানান, ফেরত আসা রোনাল বড়ুয়া ভিসা নিয়ে ভারতে যান।পরে তার পাসপোর্ট হারিয়ে ফেললে অবৈধ অনুপ্রবেশের অভিযাগে পুলিশ আটক করে এবং বিহার সেন্ট্রাল জেলে প্রেরণ করে। অবশেষে ১৮ মাস জেল খেটে তিনি দু’দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে প্রত্যাবর্তণ করে। বেনাপোল পোর্ট থানা থেকে স্বদেশে প্রত্যাবর্তণকারীকে গ্রহণ পূর্বক তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…