এইমাত্র
  • ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • স্মৃতিসৌধের পথে তারেক রহমান
  • উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
  • কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
  • অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
  • ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
  • ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
  • ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
  • নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
  • বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩২ | ২৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

    ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

    চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ভাটাখড়ি এলাকার মোহাম্মদ সোহাগের ছেলে।

    তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ফকিরাচাঁন এলাকায় মো. রেজাউল করিমের মালিকানাধীন এমএ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটোকলের চালক হিসেবে কাজ করতেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে অটোকলে মাটি দেওয়ার সময় অসাবধানতায় রায়হানের একটি পা কলে আটকে যায়। মুহূর্তেই কলের ভেতর দুমড়ে-মুছরে ফেলে তার শরীর। লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ চেষ্টা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।

    খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

    দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হানের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করা হয়।’

    শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছিন্ন- বিচ্ছিন্ন মরদেহটি উৎসুক জনতা ঘিরে রাখেন। দমকল বাহিনী ও পুলিশ লাশের সুরতহাল করছেন।

    ইটভাটার মালিক মো. রেজাউল করিম বলেন, ‘ভদ্র এবং বিনয়ী এই শ্রমিককে হারিয়ে আমরা এখন পাগল প্রায়। তার পরিবারকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করবো।’

    ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আমিনুল হক চৌধুরী জানান, ‘ইট কাটার মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতায় দুর্ঘটনাটি ঘটে। এটি নিতান্তই মর্মান্তিক ও বেদনাদায়ক।’

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…