এইমাত্র
  • ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • স্মৃতিসৌধের পথে তারেক রহমান
  • উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
  • কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
  • অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
  • ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
  • ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
  • ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
  • নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
  • বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩২ | ২৬ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    ছবি: সংগৃহীত

    দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন তিনি।

    সমাধি প্রাঙ্গণে পৌঁছানোর পর সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তারেক রহমান তাঁর পাশে থাকা নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন। এরপর তিনি একান্তে বেশ কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, দোয়া পাঠ করেন এবং হাত তুলে মোনাজাত করেন। মাতৃভূমিতে ফিরে বাবার সান্নিধ্য পাওয়ার এই মুহূর্তটি সবাইকে আবেগাপ্লুত করেছে।

    এর আগে দুপুর ২টা ৫০টা মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন তারেক রহমান। বিজয় সরণি মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের ভিড়ে আটকে যায় তার গাড়ি বহর। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাস্তার মানুষ সরিয়ে গাড়ি বহর এগিয়ে নেয়।

    নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। তার সঙ্গে ঢাকায় ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য ও আত্মীয়-স্বজনরা।

    বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান চলে যান পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে। সেখানে বিপুল নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর তিনি মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে মায়ের পাশে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর বৃহস্পতিবার রাতে সারা দিনের ব্যস্ততা শেষে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। এই বাড়িতেই থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

    আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

    তারেক রহমান আগামীকাল শনিবারও (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচিতে অংশ নেবেন। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কাজ সারবেন। এদিন তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখান থেকে তার রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…